মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


মেসিদের নতুন কোচ হতে যাচ্ছেন সাবেক সতীর্থ!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০২৪

মেসিদের নতুন কোচ হতে যাচ্ছেনমেসিদের নতুন কোচ হতে যাচ্ছেন সাবেক সতীর্থ!

ডেস্ক রিপোর্ট:

আর্জেন্টাইন কোচ টাটা মার্টিনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির দায়িত্ব ছেড়ে দিয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছে। তার প্রস্থানের পর, মায়ামির নতুন কোচ কে হবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম তাদের এক প্রতিবেদনে সম্ভাব্য কোচদের একটি তালিকা প্রকাশ করেছে।

তালিকায় রয়েছেন বার্সেলোনার সাবেক কিংবদন্তি কোচ ও খেলোয়াড় জাভি হার্নান্দেজ, রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান, সাবেক বার্সেলোনা তারকা ও আর্জেন্টাইন কিংবদন্তি জাভিয়ের মাশ্চেরানো, ইন্টার মায়ামির সাবেক খেলোয়াড় ও যুব দলের কোচ ফেড্রিকো হিগুয়েইন এবং ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি হেনরি। ধারণা করা হচ্ছে, এই তালিকায় থাকা একজনই হবেন ইন্টার মায়ামির নতুন কোচ।

বিশ্বস্ত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ইন্টার মায়ামির নতুন কোচ হতে যাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি জাভিয়ের মাশ্চেরানো। রোমানো উল্লেখ করেছেন, আরেক সাংবাদিক সিজার মারলোর রিপোর্ট অনুযায়ী, মাশ্চেরানোর সঙ্গে ক্লাবের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে।

যদি এটি সত্যি হয়, তবে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস এবং জর্দি আলবার মতো বিশ্বসেরা খেলোয়াড়দের কোচিং করার সুযোগ হবে মাশ্চেরানোর জন্য। এটি তার কোচিং ক্যারিয়ারে নিঃসন্দেহে একটি বড় অর্জন হবে এবং ক্লাব ফুটবলে তার দক্ষতা প্রমাণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হয়ে উঠবে।

ইতোমধ্যে ইন্টার মায়ামির ক্লাবের মালিক জর্জ মাস জানিয়েছেন, নতুন কোচ চূড়ান্ত করার কাজ প্রায় শেষ। শুক্রবার (২২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি নিশ্চিত করতে পারি, আমরা নতুন কোচের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”

জাভিয়ের মাশ্চেরানো এর আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অধীনে দল প্যারিস অলিম্পিকে জায়গা করে নেয়, যা তার কোচিং দক্ষতার প্রমাণ। এবার ইন্টার মায়ামির মতো একটি বড় ক্লাবের দায়িত্ব নিয়ে তিনি ক্লাব ফুটবলেও নিজেকে প্রমাণের সুযোগ পাবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি