মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: ১.৫ লাখ টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০২৪

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: ১.৫ লাখ টাকা জরিমানাকুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: ১.৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিষিদ্ধ রং ও কেমিক্যাল ব্যবহার করে চিপস, চানাচুর, ভার্মিসিলি এবং ম্যাকারনি উৎপাদনের অপরাধে কুমিল্লার আদর্শ সদর উপজেলার একটি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান “ফুলবন ফুড প্রোডাক্টস” এর বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসন এবং বিএসটিআই জেলা অফিস কুমিল্লার সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নূর আশেক।

আনন্দপুর এলাকার “ফুলবন ফুড প্রোডাক্টস” নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল এবং নিষিদ্ধ রং ব্যবহার করে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই মানচিহ্ন ব্যবহার এবং লাইসেন্সবিহীনভাবে পণ্য উৎপাদন ও বিতরণ করছিল। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ২৭ ধারা অনুযায়ী ৮০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪১ ধারা অনুযায়ী ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে মানসম্মত উৎপাদন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিএসটিআই থেকে পণ্যের গুণগত মান যাচাইপূর্বক লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই-এর ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহমদ, কাজী মো. শাহান এবং মেট্রোলজি পরিদর্শক লুৎফুর রহমান।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি