কুমিল্লায় ড্যাবের উদ্যোগে নবীন চিকিৎসক সংবর্ধনা ও মিলনমেলার আয়োজন
স্টাফ রিপোর্টার:
ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা মেডিকেল কলেজ শাখার আয়োজনে মেডিকেল কলেজের নবীন চিকিৎসক সংবর্ধনা ও চিকিৎসক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরীর ঢুলিপাড়ায় ভার্চুয়াল ফান টাউনের অডিটোরিয়াম হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশর (ড্যাব) কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা.মিনহাজুর রহমান তারেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াসিন বলেন, নতুন বিপ্লবে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগের মূল্যায়ন করা হবে। তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আধুনিক বাংলাদেশ গড়তে হলে আপনি ও আমাদের সবাইকে সৎ ও দায়িত্ববান হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু,কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো.জসিম উদ্দিন, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তার মেহেদী হাসান, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ডাক্তার আবু নাসের, কুমিল্লা জেলা ড্যাবের সভাপতি ডাক্তার মাসুম হাসান, কুমিল্লা মহানগর ড্যাবের সভাপতি ডাক্তার সুমন, কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি ডাক্তার মিনহাজুর রহমান তারেক, মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার আরিফ হায়দার, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার জাকারিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার শফিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দসহ আরো অনেকে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন । পরে রেফেল ড্র র আয়োজন করা হয়।