কুমিল্লায় নিষিদ্ধ কেমিক্যাল ও ভেজাল রঙে শিশু খাদ্য উৎপাদন: কারখানাটিকে জরিমানা
কুমিল্লায় শিশু খাদ্য তৈরিতে নিষিদ্ধ কেমিক্যাল ও ভেজাল রঙ ব্যবহারের অভিযোগে কাশফুল ফুড প্রোডাক্টস নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানাটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুরে কুমিল্লার ভারত সীমান্তবর্তী বিবির বাজার রাজমঙ্গলপুর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে বিএসটিআই এবং জেলা প্রশাসন। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সরকারি কমিশনার ফরিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানাটির ক্ষতিকর কেমিক্যাল, ভেজাল রঙ এবং অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদনের দায়ে এ জরিমানা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ ক্ষতিকারক কেমিক্যাল এবং ভেজাল রঙ জব্দ করে তা ধ্বংস করা হয়। এ ছাড়া কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, বিএসটিআই আইন ও মোড়কজাত পণ্যের নিবন্ধন আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিএসটিআই-এর উপপরিচালক ও অফিস প্রধান কেএম হানিফ, ফিল্ড অফিসার ইকবাল আহমেদ, পরিদর্শক মেট লুৎফুর রহমান, ফিল্ড অফিসার কাজী মো. শাহানসহ পুলিশের একটি দল।
জেলা প্রশাসনের এই পদক্ষেপের মাধ্যমে ক্ষতিকারক পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বার্তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সচেতন থাকার আহ্বান জানিয়েছে।