মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিজিবির অভিযানে ৫২০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০২৪

কুমিল্লায় বিজিবির অভিযানেকুমিল্লায় বিজিবির অভিযানে ৫২০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫২০ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজা আটক করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) গোলাবাড়ী পোষ্টের টহলদল কেরানীনগর বড়বাড়ী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তি জানায়, অভিযানটি সীমান্ত পিলার ২০৮১/৪-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত হয়। এতে বিজিবি সদস্যরা মাদকদ্রব্যগুলো উদ্ধার করতে সক্ষম হন।

আটককৃত মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৪৩ হাজার টাকা। বিজিবি আরও জানায়, মাদকদ্রব্যগুলো যথাযথ প্রক্রিয়ায় আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিজিবির এই সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি