মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে বিজিবি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০২৪

কুমিল্লায় বিপুল পরিমাণকুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে, যার ফলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন এর অধীনস্থ গোলাবাড়ী পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি টহলদল দুটি পৃথক স্থান থেকে মোট ৯৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। আটককৃত ফেন্সিডিলের বাজার মূল্য ৩ লক্ষ ৯৫ হাজার ২ শত টাকা।

অপর দিকে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ২০৮০ হতে ২ কিলোমিটার ভেতরে পাঁচথুবি এলাকায় অভিযান চালিয়ে ২৫,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে। আটককৃত ট্যাবলেটের বাজার মূল্য ৫০ লক্ষ টাকা।

এটি কুমিল্লা বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানগুলোর মধ্যে একটি বড় সাফল্য হিসেবে গণ্য হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি