মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে ডি মারিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০২৪

মেসিকে ছাড়িয়ে রোনালদোরমেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে ডি মারিয়া

ডেস্ক রিপোর্ট:

আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া কিছুদিন আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে ক্লাব ফুটবলে তার পারফরম্যান্স যেন নতুন করে আলো ছড়াচ্ছে। বর্তমানে তিনি পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে খেলছেন এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগে ভেঙেছেন সতীর্থ লিওনেল মেসির একটি উল্লেখযোগ্য রেকর্ড।

চ্যাম্পিয়নস লিগে এতদিন সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন লিওনেল মেসি। তার অ্যাসিস্ট সংখ্যা ছিল ৪০। চলতি আসরে দুইটি অ্যাসিস্ট করে ডি মারিয়া মেসিকে টপকে গেছেন। বর্তমানে তার অ্যাসিস্ট সংখ্যা ৪১।

ডি মারিয়ার সামনে এখন রয়েছেন দুই ফুটবল কিংবদন্তি, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ও রায়ান গিগস। উভয়েই ৪২টি অ্যাসিস্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন। ডি মারিয়ার বর্তমান ফর্ম দেখে মনে হচ্ছে, রোনালদোর রেকর্ড ছুঁতে তার বেশি সময় লাগবে না।

আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর পর ক্লাব ফুটবলে নতুন উদ্যমে খেলছেন ডি মারিয়া। ঘরোয়া লিগে বাইসাইকেল কিকে গোলসহ হ্যাটট্রিক করেছেন সম্প্রতি। চ্যাম্পিয়নস লিগেও তার ফর্ম নজর কাড়ছে।

মেসি ও রোনালদো বর্তমানে চ্যাম্পিয়নস লিগে খেলছেন না। তারা নিজ নিজ লিগে মনোনিবেশ করেছেন। ফলে ডি মারিয়ার সামনে সুযোগ রয়েছে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ অ্যাসিস্টকারী হিসেবে নিজের নাম ইতিহাসে তুলে ধরার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি