সংস্কার হবে চলমান প্রক্রিয়া, জনগণের সচেতনতা আবশ্যক: খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার এমনভাবে করতে হবে, যা জনগণের মধ্যে গণসচেতনতা তৈরি করবে। এই প্রক্রিয়া রাজনৈতিক এবং গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হওয়া উচিত। গণতান্ত্রিক পদ্ধতিই একমাত্র সঠিক উপায়, যা সংশোধন ও পরিশোধন প্রক্রিয়ার অংশ। কয়েকজন ব্যক্তি মিলে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে সংস্কার কার্যকর করার চিন্তা সঠিক নয়, কারণ এরকম দায়িত্ব জনগণ তাদের দেয়নি।
রবিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘দ্য সিপিডি জার্নি: মেমোরেটিং থার্টি ইয়ার্স অব সিপিডি’ শীর্ষক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এটি এখন অনিবার্য। কেউ যদি মনে করেন, তারা একটি সংস্কার পরিকল্পনা তৈরি করবেন যা আগামী ৫০ বা ১০০ বছর টেকসই হবে, তা সম্ভব নয়। কারণ, সংস্কারকে টেকসই করতে হলে এটি সকল অংশীজনের সম্মতি এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
আমীর খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকার একটি সম্মিলিত উদ্যোগ ছিল, কিন্তু শেখ হাসিনা সেটি বাতিল করেছেন। সংস্কার এমনভাবে করতে হবে যাতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হলে অন্যান্য মৌলিক অধিকারও হারাতে হয়। গণতন্ত্র থেকে সুফল পেতে হলে পাঁচ বছর পরপর একটি নির্ভুল প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবে শুধু নির্বাচন যথেষ্ট নয়; অংশগ্রহণমূলক পদ্ধতিতে সুশীল সমাজসহ সব অংশীজনের ভূমিকা নিশ্চিত করতে হবে।
সিপিডি ভিন্ন মত প্রকাশের ক্ষেত্র তৈরি করেছে উল্লেখ করে আমীর খসরু বলেন, বিগত বছরগুলোতে বিএনপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও গোয়েন্দা নজরদারির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এমন সংকট মুহূর্তেও সিপিডির মাধ্যমে আমরা কথা বলার সুযোগ পেয়েছি।
অনুষ্ঠানে ব্যবসায়ী ব্যারিস্টার নিহাদ কবীর বলেন, সিপিডি দীর্ঘদিন ধরে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নতি না হলে ব্যবসায় উন্নতি সম্ভব নয়।
সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর রওনক জাহান বলেন, সিপিডি পাঁচটি মূল লক্ষ্য সামনে রেখে গত ৩০ বছর ধরে কাজ করছে।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা বক্তব্য রাখেন।