রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ভারতের লিগে তামিমের বিক্রি, ১৮ লক্ষ টাকার চুক্তিতে যোগ দিচ্ছেন তিনি


ভারতের লিগে তামিমের বিক্রি, ১৮ লক্ষ টাকার চুক্তিতে যোগ দিচ্ছেন তিনি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০২৪

ভারতের লিগেভারতের লিগে তামিমের বিক্রি, ১৮ লক্ষ টাকার চুক্তিতে যোগ দিচ্ছেন তিনি

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে তামিম ইকবাল। তার সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছেন গত বছরের এপ্রিল মাসে, আয়ারল্যান্ডের বিপক্ষে। ওয়ানডে ম্যাচটি খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বরে। আর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ইতিমধ্যেই তিনি অবসর নিয়েছেন। তার পরবর্তী প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচটি ছিল এ বছরের মে মাসে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। সম্প্রতি মিরপুরে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন এবং পাশাপাশি ফিটনেস নিয়ে কাজ করছেন।

তামিমের মাঠে ফেরার সম্ভাবনা খুব শীঘ্রই রয়েছে। এর মধ্যে একটি খবর প্রকাশিত হয়েছে যে, তিনি ভারতের একটি অখ্যাত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলতে যাচ্ছেন। এই টুর্নামেন্টটির নাম বিগ ক্রিকেট লিগ (বিসিএল)। ১৫ হাজার ডলারে তাকে কিনেছে এমপি টাইগার্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লক্ষ টাকা।

গতকাল শনিবার বিসিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। বিগ ক্রিকেট সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমসহ অন্যান্য তারকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে। তামিমের সতীর্থ হিসেবে থাকবেন: দিলশান মুনাবিরা, নামান ওঝা, স্টুয়ার্ট বিন্নি, পবন নেগি, অমিত মিশ্র, জতিন সাক্সেনা।

বিগ ক্রিকেট লিগ সাধারণত অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয়, ঠিক যেমন লিজেন্ডস ক্রিকেট লিগ। এই টুর্নামেন্টে মার্কি খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক তারকা ক্রিকেটার ইরফান পাঠান, সুরেশ রায়না, শেখর ধাওয়ান এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার তিলেকারত্নে দিলশান। এছাড়া, খেলবেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার হার্শেল গিবস, ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার লেন্ডল সিমন্স, ভারতের কেদার জাদব এবং নামান ওঝা।

বিগ ক্রিকেট লিগে অংশগ্রহণ করবে ৬টি দল, প্রতিটি দলের স্কোয়াডে থাকবে ১৮ জন ক্রিকেটার। লিগ পর্বে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর দুটি প্লে-অফ এবং ফাইনালের মাধ্যমে টুর্নামেন্ট শেষ হবে। তবে, টুর্নামেন্টের সময়সীমা এখনও জানানো হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি