রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


কর্মী সম্মেলনে সরগরম কুমিল্লা, দীর্ঘদিন পর জামায়াতের আয়োজন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০২৪

কর্মী সম্মেলনে সরগরম কুমিল্লাকর্মী সম্মেলনে সরগরম কুমিল্লা, দীর্ঘদিন পর জামায়াতের আয়োজন

মো. হাবিবুর রহমান মুন্না:

দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সকালে কুমিল্লার কান্দিরপাড় টাউন হলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ কর্মী সম্মেলন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) কুমিল্লার ঐতিহাসিক টাউনহল মাঠ এবং কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “স্বাধীনতার পর থেকে ৫৩ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনও সঠিক পথে এগোতে পারেনি। স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ হওয়া বীরদের আমরা স্মরণ করছি। কিন্তু বর্তমান সরকার আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। প্রতিবেশী দেশ ভারতের অন্যায় আচরণেরও আমরা নিন্দা জানাই।”

তিনি আরও জানান, কর্মী সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন এবং এতে সাংবাদিকসহ প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। সম্মেলনের প্রচারণার জন্য নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হচ্ছে।

টাউনহল মাঠে মঞ্চ তৈরির পাশাপাশি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মহিলা নেতাকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। টাউনহল মাঠের সঙ্গে ঈদগাহ মাঠের ডিজিটাল সংযোগও রাখা হবে।

কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান সোহেল বলেন, “২০০৫ সালের পর দীর্ঘ সময় কুমিল্লায় কোনো বড় কর্মী সম্মেলন হয়নি। এবার আমরা অন্তত ২৫ হাজার নেতাকর্মীর উপস্থিতি আশা করছি। এ সম্মেলন কর্মী সমাবেশ হলেও এটি বিশাল জনসভায় রূপ নিতে পারে।”

এ সময় আরো বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ,কুমিল্লা জেলা দক্ষিন জেলা আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট,উত্তর জেলা আমীর আব্দুল মতিন,মহানগরী জামায়াতের নায়েবে আমীর যথাক্রমে মো:মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,মহানগর জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান।

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল এর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন,সহকারী সেক্রেটারী কাউন্সিলর মোশারফ হোসাইন,নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।

উল্লেখ্য, ৬ ডিসেম্বর কর্মী সম্মলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা.শফিকুর রহমান,ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম ও মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম,কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মুহাম্মদ আবদুর রব,চাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড জসীম উদ্দিন সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি