দাউদকান্দিতে শিক্ষার্থীদের যুবদল নেতার হুমকি, প্রতিবাদে ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দাউদকান্দির বরকোটা স্কুল এন্ড কলেজকে সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি ও দালালমুক্ত করার দাবীতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় কয়েক শতাধিক শিক্ষার্থী ব্যানার হাতে সড়কে বসে এ আন্দোলন করেন। শিক্ষার্থীরা স্থানীয় যুবদল নেতা রুহুল আমিনকে উদ্দেশ্য করে “ রুহুল আমিন তুই বাটপার, এই মুহুর্তে ক্যাম্পাস ছাড়” স্লোগান দেন।
এসময় মহাসড়কের ঢাকামুখী লেনের প্রায় তিন কিলোমিটার এবং কচুয়া সড়কের প্রায় এককিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে যৌথবাহিনীর বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের দাবিদাবা শোনেন। পরে শিক্ষার্থীদের আশ্বস্থ করা হলে ১ ঘন্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত ৫আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর স্থানীয় যুবদল নেতা রুহুল আমিন কলেজের অফিস সহকারী মো. আদিলকে পিটিয়ে আহত করেন। এ ছাড়া কলেজে নির্মিত পাঠাগারটি ভেঙে ফেলেন। কলেজের অফিস কক্ষে লুটপাট করে এবংপাঠাগারে থাকা কয়েক হাজার বই লুট করে নিয়ে যান। এখন ওই নেতা কলেজের সভাপতি হতে চান। এনিয়ে কলেজের বিভিন্ন শিক্ষার্থীদের হুমকি ধামকি দিচ্ছেন যুবদল নেতা রুহুল আমিন। কলেজ ক্যাম্পাসকে সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি ও দালাল মুক্ত করার দাবীতে আমরা সড়কে নেমেছি।
বিক্ষোভকারীদের মধ্যে কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাব্বির আহাম্মেদন শুভ ও জুবায়ের বলেন, যুবদল নেতা রুহুল আমিন কলেজে গিয়ে শিক্ষার্থীদের হুমকি দেয়। বিভিন্ন অনিয়ম করে। তাকে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী জিহাদ ভূঁইয়া, ফয়সাল ও মিনহাজ বলেন, আমরা সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন চাই। আমরা লেখাপড়ার সুন্দর পরিবেশ চাই।
কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম বলেন, কলেজের দোকান নিয়ে স্থানীয় বিএনপি নেতা রুহুল আমিনের সাথে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছে। আগের অধ্যক্ষ২০২১ সালে দোকান ভেঙ্গে পাঠাগার নির্মাণ করেছিলেন। ৫আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর পাঠাগার ভেঙ্গে ফেলেন। তবে কে বা কারা ভেঙ্গেছে আমি বলতে পারবো না। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে আমি জানতাম না, শুনে আন্দোলনস্থলে এসেছি। পুলিশ প্রশাসনের সহযোগিতায় শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে গেছি।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে আস্বস্থ করেছি। কলেজে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চলতে দেয়া হবেনা। পরে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন।
দাউদকান্দি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুহুর আমিন বলেন, আমার সম্মান নষ্টœ করার লক্ষ্যে চক্রান্ত করা হয়েছে। আমি স্কুলের সভাপতি প্রার্থী হয়েছি এটাই আমার অপরাধ। আমি আমি যাতে সভাপতি না হতে পারি এজন্য আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে।
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শাহ আলম বলেন, রুহুল আমিনের বিষয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা, বিষয়টি আমি শুনেছি। দলীয় ফোরামে আলোচনা এবং সাংগঠনিকভাবে তদন্ত করা হবে। রুহুল আমি দোষী প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। আমরা তাদেরকে আশ্বস্থ করেছি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। রুহুল আমিন নামের এক বিএনপি নেতার নাম এসেছে। আমরা এ ব্যাপারে বিএনপির স্থানীয় সিনিয়র নেতাদের অবহিত করবো। ওই ব্যক্তির নামে উঠা অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।