শনিবার,১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » নেইমারকে নকল করতে গিয়ে পেনাল্টিতে ব্যর্থ এমবাপে


নেইমারকে নকল করতে গিয়ে পেনাল্টিতে ব্যর্থ এমবাপে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০২৪

নেইমারকে নকলনেইমারকে নকল করতে গিয়ে পেনাল্টিতে ব্যর্থ এমবাপে

স্পোর্টস ডেস্ক:

রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এক সপ্তাহে দুটি পেনাল্টি মিস করেছেন এই ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। একটি মিস করেছেন চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে, আরেকটি লা লিগার ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। দুটি ম্যাচেই হেরেছে রিয়াল মাদ্রিদ।

ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির এই দুর্দিনে সমালোচনার কেন্দ্রে রয়েছেন এমবাপে। তার পেনাল্টি মিসের কারণ নিয়ে চলছে নানা আলোচনা। ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, পেনাল্টি বিশেষজ্ঞ না হয়েও এমবাপের স্পটকিক নেওয়াই মূল সমস্যা। অনেকেই মনে করেন, পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে জুড বেলিংহ্যাম বেশি দক্ষ।

চলতি মৌসুমে ফ্রি-এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দেওয়ার আগে রিয়ালের স্পটকিকের দায়িত্বে ছিলেন বেলিংহ্যাম। ইংলিশ এই অ্যাটাকিং মিডফিল্ডার পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছেন। কিন্তু এমবাপের হাতে দায়িত্ব যাওয়ার পর এই ক্ষেত্রে ব্যর্থতা দেখা যাচ্ছে।

সম্প্রতি মাদ্রিদের রেডিও স্টেশন ‘আরএমসি’ স্পোর্টসের ফুটবল বিশ্লেষক কেভিন দিয়াজ মনে করেন, নেইমারকে অনুকরণ করতে গিয়েই পেনাল্টি মিস করছেন এমবাপে। পাশাপাশি তিনি এটাও উল্লেখ করেছেন যে, এমবাপের পেনাল্টি নেওয়ার বিশেষ দক্ষতা নেই।

কেভিন দিয়াজ বলেন, “যে কেউ পেনাল্টি মিস করতে পারেন, তবে এমবাপের ক্ষেত্রে সমস্যাটা ভিন্ন। পেনাল্টি বিশেষজ্ঞ না হয়েও সে এই দায়িত্ব নিতে চাচ্ছে। লিভারপুল ও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে সে বারবার এই বিষয়টি প্রমাণ করেছে।”

তিনি আরও বলেন, “এমবাপে গোলরক্ষককে দেখার ভান করে, কিন্তু আসল কিকের সময় গোলরক্ষকের দিকে তাকায় না। সম্ভবত পিএসজিতে থাকাকালীন পেনাল্টি নিয়ে ঘটে যাওয়া বিতর্কের প্রভাব থেকে নেইমারকে অনুকরণ করার চেষ্টা করছে সে। তার এই পেনাল্টি মিস মানুষকে হতাশ করে।”

আগামী ৮ ডিসেম্বর লা লিগায় রিয়ালের ম্যাচ জিরোনার বিপক্ষে। এখন দেখার বিষয়, সেই ম্যাচে পেনাল্টি নেওয়ার দায়িত্ব কে পান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি