রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » বাংলাদেশের মাটি ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় নয়- কুমিল্লায় জামায়াত আমীর শফিকুর রহমান


বাংলাদেশের মাটি ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় নয়- কুমিল্লায় জামায়াত আমীর শফিকুর রহমান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০২৪

বাংলাদেশের মাটি ও সার্বভৌমত্ব রক্ষায়বাংলাদেশের মাটি ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় নয় – কুমিল্লায় জামায়াত আমীর শফিকুর রহমান

মো.হাবিবুর রহমান মুন্না:

জামায়াত আমীর শফিকুর রহমান বলেন পিলখানা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার হবে ক্ষমতায় গেলে।

কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত মহানগর জামায়াতের কর্মী সভায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, “ক্ষমতায় গেলে আমরা পিলখানায় ৫৭ জন সেনাকর্মকর্তা হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের এক ইঞ্চি জমিও কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো ধরনের আগ্রাসন মেনে নেওয়া হবে না। কিছু গোষ্ঠী ‘মাইনরিটি’ শব্দ ব্যবহার করে দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। কিন্তু আমরা এদেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল।”

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিচার করে সিদ্ধান্ত নেবে কাকে নির্বাচিত করবে। দ্রুত যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানাই।”

কুমিল্লা বিভাগ গঠন প্রসঙ্গে তিনি বলেন, “যত দ্রুত সম্ভব কুমিল্লাকে বিভাগ ঘোষণা করুন। ক্ষমতায় গেলে আমরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না। দুর্নীতির মৃত্যু হবে, সুনীতির জয় হবে।”
ধর্মীয় সহাবস্থান নিয়ে তিনি বলেন, “প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং নিরপেক্ষ সমাজ গড়ার অঙ্গীকার করছি।”

সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের বক্তব্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।

এছাড়াও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা আব্দুল হালিম, সাবেক চাকসু ভিপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন এবং কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল।

১৯ বছর পর কুমিল্লায় জামায়াতের প্রকাশ্য কর্মী সম্মেলন২০০৫ সালের পর এই প্রথমবার কুমিল্লায় প্রকাশ্যে কর্মী সম্মেলন করল জামায়াত। তখন প্রধান অতিথি ছিলেন সাবেক আমীর ও শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। বিগত ১৯ বছরে আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের কারণে কুমিল্লায় প্রকাশ্যে কোনো কর্মসূচি করতে পারেনি জামায়াত।

তবে এ বছরের ৫ জুলাই গণঅভ্যুত্থানের পর প্রকাশ্যে কর্মসূচি শুরু করে জামায়াত। তারই ধারাবাহিকতায় আজ কুমিল্লা টাউন হল ময়দানে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টার আগেই টাউন হল প্রাঙ্গণ এবং তার আশপাশের সড়কগুলো জামায়াত কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সম্মেলনকে কেন্দ্র করে কুমিল্লার মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি