স্বাধীন বাংলা ফুটবল দলের খ্যাতনামা সদস্য ফজলে সাদাইন মৃত্যুবরণ করেছেন
স্পোর্টস ডেস্ক:
স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক সদস্য ফজলে সাদাইন খোকন গতকাল শনিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
ফজলে সাদাইনের ফুটবল ক্যারিয়ার শুরু হয় ১৯৬৮ সালে আজাদ স্পোর্টিং ক্লাবের মাধ্যমে ঢাকার ফুটবলে। এরপর তিনি ১৯৭০ সালে যোগ দেন ওয়ারান্ডার্স ক্লাবে। পরে ১৯৭৪ সালে তিনি ওয়াপদা ক্লাবে খেলেন এবং ১৯৭৬ সালে আবাহনী ক্রীড়াচক্রে যোগ দেন।
এটি গত পাঁচ মাসে স্বাধীন বাংলা ফুটবল দলের আরো পাঁচ সদস্যের মৃত্যুর ঘটনা। গত ২৯ জুলাই আমিনুল ইসলাম সুরুজ, ৮ আগস্ট যুক্তরাষ্ট্রে সাইদুর রহমান প্যাটেল, ১৯ সেপ্টেম্বর বিমল কর, এবং ১৮ নভেম্বর অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা যান।