সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৮ টাকা
বাজারে বিদ্যমান সংকটের মধ্যে সরকার সয়াবিন তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে। বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়ানো হয়েছে।
আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই সিদ্ধান্ত জানান।
তার বক্তব্য অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম প্রতি লিটার ১৭৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে।
উপদেষ্টা আরও জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির ফলে সরবরাহ সংকট তৈরি হয়েছে। এর প্রভাব হিসেবে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে।
এর আগে বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৬৭ টাকা এবং খোলা তেলের দাম ছিল ১৪৯ টাকা। এখন নতুন দামে বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকায় এবং খোলা সয়াবিন তেল ১৫৭ টাকায় বিক্রি হবে।