স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে এসএমএস ও ওয়েবসাইটে
সরকারি স্কুল এবং মহানগর ও জেলা সদরের বেসরকারি স্কুলে ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লটারি ফলাফল এসএমএস ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের উপপরিচালক ও ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন জানান, শিক্ষার্থীরা যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছে, লটারি কার্যক্রম শেষে সেই নম্বরে এসএমএস যাবে। এছাড়া অভিভাবকরা নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লটারির ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। একই প্রক্রিয়ায় প্রধান শিক্ষকগণ তাদের স্কুলের লটারির ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সংশ্লিষ্ট স্কুলগুলোর প্রধানদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
এবার দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি হতে ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ শিক্ষার্থী আবেদন করেছে। আবেদন প্রক্রিয়া ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলেছে। এতে সরকারি স্কুলে ভর্তি চেয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন এবং বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী।
এ বছর সরকারি ও বেসরকারি মিলে ৫ হাজার ৬২৫টি বিদ্যালয়ে মোট ১১ লাখ ১৬ হাজার ৩৮৯টি আসন ফাঁকা রয়েছে। সরকারি ৬৮০টি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৬ লাখ ৩৫ হাজার ৭২টি। অন্যদিকে, বেসরকারি ৪ হাজার ৯৪৫টি স্কুলে ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন। ফলে বেসরকারি স্কুলগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক আসন ফাঁকা থাকবে।