শনিবার,২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


ইউনিটি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪: চ্যাম্পিয়ন টিম ধর্মসাগর


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০২৪

ইউনিটি ক্রিকেট টুর্ণামেন্টইউনিটি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪: চ্যাম্পিয়ন টিম ধর্মসাগর

স্টাফ রিপোর্টার:

ইউনিটি অব কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইউনিটি ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪ এর ফাইনালে টিম গোমতীকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মামুন আব্দুল্লাহর টিম ধর্মসাগর। ফাইনালে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম গোমতীর অধিনায়ক কার্তিক চান্ডা।প্রথমে ব্যাট করে টিম গোমতী ১২ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৫৫ রান করেন। দলের পক্ষে কার্তিক ১০, বেলাল ৬, মাসুদ ৬, আনিস ৮ , কুদ্দুস ৭, ইরফান ২ ও কামরুল ২ রান করেন। ধর্মসাগর দলের পক্ষে রাজু ও নাহিদ ২টি করে ও নাভিন ১টি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে ৭ ওভারে এক উইকেট হারিয়ে সহজেই জয়ের দ্বারপ্রান্তে পৌছে যায় টিম ধর্মসাগর। দলের পক্ষে সাইমন নট আউট ২১ রান ও শাহাদাত ১৮ রান করেন। গোমতীর পক্ষে কামরুল একটি উইকেট পান।

ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এডহক কমিটির সদস্য সচিব সুমন কুমার মিত্র।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এডহক কমিটির সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী। এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা সদরের সহকারি উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, ব্ল্যাক পার্ল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়া হোসেন। ইউনিটি অব কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচের এডমিন প্রকৌশলী কাজী সাইফুল স্বাগত বক্তব্যে ইউনিটি ফাউন্ডেশন ও ক্রিকেট খেলার আয়োজন নিয়ে কথা বলেন। অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ইউনিটি অব কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচের রোটারিয়ান সফুরা সুলতানা এনি, হাবিবা লিপি, রুপালী ইয়াসমিন, কাজী সাইফুল, শাহ ইমরান। অতিথিদের বক্তব্য শেষে খেলোয়াড় ও আয়োজকদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

খেলায় ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন ধর্মসাগরের রাজু, সেরা ব্যাটার হয়েছেন ধর্মসাগরের সাইমন, সেরা বোলার হয়েছেন ধর্মসাগরের রাজু এবং টুর্ণামেন্ট সেরা প্লেয়ার হয়েছেন ধর্মসাগরের সাইমন। নক আউট পর্বের দুই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন যথাক্রমে ধর্মসাগরের শাখাওয়াত ও গোমতী দলের ছোটন। আম্পায়ার হিসেবে শুভেচ্ছা স্মারক পেয়েছেন এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ, এছাড়া শুভেচ্ছা স্মারক পেয়েছেন ডেইলি বাংলাদেশ মিররের স্টাফ রিপোর্টার রাসেল সোহেল, এশিয়ান টিভির কুমিল্লা ব্যুরো আজিজুল হক, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, আয়োজক ও সহায়ক হিসেবে শুভেচ্ছা স্মারক পেয়েছেন ইউনিটি অব কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচের অন্যতম এডমিন জাপান প্রবাসী ওমর ফারুক, এডমিন প্রকৌশলী কাজী সাইফুল, এডমিন মামুন আব্দুল্লাহ, এডমিন কার্তিক চান্দা, আনিছুর রহমান, কামরুল ইসলাম রাজু, মুভিন এলিভেটরের ব্যবস্থাপনা পরিচালক মো: মামুন, টপ এন্ড টয়ের ব্যবস্থাপনা পরিচালক অপু, নন্দী রিয়েল স্টেট এন্ড ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খোকন চন্দ্র নন্দী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ জিতু।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি