শনিবার,৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লায় জাতীয়  গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনুর্ধ্ব ১৭) উদ্বোধন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০২৫

হাবিবুর রহমান মুন্না :

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনুর্ধ্ব ১৭ )এর উদ্বোধন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে এ টুর্ণামেন্ট শুরু হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই দুই টুর্ণামেন্টের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার। পরে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পন্কজ বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, ফুটবল কোচ তুহিন, সমন্বয়ক ওহিসহ আরো অনেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি