সোমবার,১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ছোট প্রকল্পের মাধ্যমে প্রান্তিক অঞ্চলের চেহারা পরিবর্তন হতে পারে: উপদেষ্টা


ছোট প্রকল্পের মাধ্যমে প্রান্তিক অঞ্চলের চেহারা পরিবর্তন হতে পারে: উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০২৫

ছোট প্রকল্পের মাধ্যমে প্রান্তিকছোট প্রকল্পের মাধ্যমে প্রান্তিক অঞ্চলের চেহারা পরিবর্তন হতে পারে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

বড় প্রকল্প নয় ছোট ছোট প্রকল্পের মাধ্যমে প্রান্তিক অঞ্চলের চেহারা চেঞ্জ হতে পারে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

রোববার (১৯ জানুয়ারি) সকালে ভোলা সদর উপজেলাধীন ইলিশা লঞ্চঘাটে একটি আধুনিক লঞ্চঘাট নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উদাহরণ দিয়ে উপদেষ্টা বলেন, যেমন এখানে যদি একটি আধুনিক ঘাট হয়, তাহলে এখানে ব্যবসা-বাণিজ্যের চেহারা চেঞ্জ হয়ে যাবে।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, আমি ভোলার প্রত্যন্ত অঞ্চলে একটি লঞ্চঘাট তৈরির ব্যবস্থা করে দিয়েছি, যাতে ওইখানকার মানুষের উন্নতি হয়। ভালো একটি যোগাযোগ ব্যবস্থা থাকলে তখন সে জায়গা অনেক উন্নত হয়। আমাদের কোনো মেগা প্রজেক্ট নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, নদীতে প্রতিবছর পলি জমছে। সব নদীতে ড্রেজিং করতে হচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। যে সমস্ত গুরুত্বপূর্ণ নদী আছে এবং নৌযান যাতায়াত করে এমন নদীতে ড্রেজিং হচ্ছে। প্রয়োজনে ভোলাতেও নদী ড্রেজিং করা হবে।

উপদেষ্টা আরও বলেন, নৌপরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও ঘাটে টিকেটের দাম বেশিসহ যাত্রী হয়রানি অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি