বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ বলেছেন, দেশ মাতৃকার বৃহত্তর স্বার্থে সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশিক্ষিত বিএনসিসি দৃঢ় প্রত্যয়ে কাজ করতে পারবে এবং এ কাজে বিএনসিসি কখনো পিছপা হবে না। রেজিমেন্টাল ক্যাম্পিংয়ের বহুমাত্রিক প্রশিক্ষণগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে প্রশিক্ষণের যে মূল লক্ষ্য তা অর্জিত হবে।
তিনি আজ (২১ জানুয়ারি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর- বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্টাল ক্যাম্পিং এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কুমিল্লা লালমাই সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার আহসান উল্লাহ, ময়নামতি রেজিমেন্ট এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্সসহ অন্যরা।
১০ দিনব্যাপি ক্যাম্পিংয়ে বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের অধীনে ১০টি জেলার ৬০০ জন বিএনসিসি সদস্য ক্যাম্পিং ও প্যারেডে অংশ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ।