সোমবার,১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


কুবির দত্ত হলে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০২৫

কুবির দত্ত হলে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার কুবির দত্ত হলে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ফয়সাল মিয়া, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে দীর্ঘদিন পর সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) হলের টিভির রুমে প্রভোস্ট মো: জিয়া উদ্দিন সপ্তাহব্যাপী এই খেলার উদ্বোধন করেন। এ সসয় হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী মারুফ হোসেন সরকার জানান, “এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে হলের অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে যেমন সুসম্পর্ক তৈরি হবে তেমনি খেলাধুলার মাধ্যমে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হবো। করোনার পর এই প্রথম আমাদের হলে সপ্তাহব্যাপী খেলার আয়োজন করা হয়। হলের মধ্যে আজ প্রাণবন্ত উচ্ছ্বাস তৈরি হয়েছে। সামনের দিনগুলোতে এরকম সুন্দর প্রোগ্রামের আয়োজন করলে হলে সুন্দর পরিবেশ তৈরি হবে।”

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট মো: জিয়া উদ্দিন জানান, ” শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক বিকাশের জন্য বছরের শুরুর দিকে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। আবাসিক শিক্ষার্থীরা যেন তাদের হলটিকে নিরাপদ ও সুস্থ আবাসন মনে করে সেই লক্ষ্যে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। বিভিন্ন ধরনের খেলার আয়োজন করার মূল উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি ও সুস্থ পরিবেশ তৈরি করা। এসব ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের যেমন সুস্থ ও স্বাভাবিক বিকাশে সহায়ক হয় তেমনি বিভিন্ন ধরনের মাদক থেকে দূরে থাকবে। ”

উল্লেখ্য, ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম, ফুসবল,লুডু ,ব্যাডমিন্টন,টেবিল টেনিস, প্লেয়িং কার্ড,দাবাসহ মোট ৮ ধরনের খেলার খেলা সপ্তাহব্যাপী চলমান থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি