স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সুজানগর এলাকায় মাদক সংক্রান্ত বিষয়ে বাধা দেওয়ায় দুই ব্যক্তি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে মো. আকবর ও রফিক নামে দুইজনকে মারধরের পাশাপাশি আকবরকে মিথ্যা অভিযোগে পুলিশে সোপর্দ করা হয়।
এই ঘটনার প্রতিবাদে শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে সুজানগর এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন আহত রফিকের বড় ভাই মো. নুরু মিয়া, মো. বাদল মিয়া, মো. জহিরুল ইসলাম, মো. লিটন, মো. সাইদ মিয়া, আবদুল কুদ্দুস, মো. আকাশ, হযরত আলী, আকবরের মা আফিয়া খাতুন, তার স্ত্রী নাছিমা আক্তার, এবং আহত রফিকের স্ত্রী রেহেনা বেগমসহ এলাকার শতাধিক নারী-পুরুষ।
মানববন্ধন চলাকালে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেন, মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলায় আকবর ও রফিককে মারধর করা হয়। আকবর থানায় অভিযোগ দায়ের করার পর ফেরার পথে তাদের ওপর আবারও হামলা চালানো হয় এবং আকবরকে মিথ্যা অভিযোগে পুলিশে সোপর্দ করা হয়। পরের দিন সকালে রফিককেও আবার মারধর করা হয়। বর্তমানে রফিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং আকবর কুমিল্লা কারাগারে রয়েছেন।
হাবিব আরও অভিযোগ করেন, স্থানীয় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট মিলে এই ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।