সোমবার,১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লায় জেলা প্রশাসন কার্যালয়ে উপজেলা পর্যায়ে ক্রীড়া সামগ্রী বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০২৫

হাবিবুর রহমান মুন্না:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত রবিবার (১৯ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপজেলায় পর্যায়ের এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মো.আমিরুল কায়ছার।

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলায় ক্রীড়াঙ্গনের নানা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে । ১৯ ফেব্রুয়ারি, ২০২৫-এর আগে ক্রিকেট, ফুটবল, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, সাঁতার, অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলা পর্যায়ের পাশাপাশি কুমিল্লা জেলার প্রতিটি উপজেলাতেও নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তৃণমূলের কুমিল্লার জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল, প্রতিষ্ঠান এবং ক্লাবগুলোকে উদ্বুদ্ধ করতে উপজেলা পর্যায়ে ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ নেয় কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।

কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিএ জানান, ক্রীড়া পরিদপ্তর থেকে প্রতি বছর দেশব্যাপী বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। চলতি বছর এই উদ্যোগকে আরও বেগবান করতে এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া সামগ্রী পৌঁছাতে জেলা প্রশাসক বরাবর বরাদ্দ দেয়া হয়। তারুণ্যের উৎসবকে উদযাপন করতে কুমিল্লা জেলার বরাদ্দের প্রায় ৪০ শতাংশ উপজেলা নির্বাহী অফিসারদের বরাবর দেওয়া হয়েছে।

এতে প্রতিটি উপজেলায় ক্রীড়া সামগ্রী পৌঁছানো এবং তৃণমূলের ক্লাব/স্কুলগুলো সহজেই এগুলো গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানের প্যাডে আবেদনের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার এই ক্রীড়া সামগ্রীগুলো বিতরণ করবেন। প্রতিটি উপজেলার জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২৫টি ফুটবল, ৩ সেট ক্রিকেট সামগ্রীসহ ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল ও দাবা সেট। এ ছাড়া জেলা প্রশাসক বরাবর আবেদন করেও বিনামূল্যে ক্রীড়া সামগ্রী পাওয়ার সুযোগ রয়েছে বলে জানান কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার সুমন কবির মিএ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি