শনিবার,৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লায় শুরু দুই দিনব্যাপী তথ্য মেলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০২৫

কুমিল্লায় শুরু দুই দিনব্যাপী তথ্য মেলা

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা জেলা প্রশাসক ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ আয়োজনে কুমিল্লায় শুরু হয়েছে দুই দিন ব্যাপী তথ্য মেলা। এই মেলা চলবে আগামীকাল ২৭ ডিসেম্বর পর্যন্ত।

উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) টাউন হল মাঠে এই মেলা উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।

উদ্বোধনী বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক বলেন, আমরা তথ্যের অবাধ প্রবাহ যদি নিশ্চিত করতে পারি দুর্নীতি প্রতিরোধ করা যাবে। নাগরিকদের সেবার মান নিশ্চিত করা যাবে। আমিও একই কথা বিশ্বাস করি। আমরা জানতাম যে এক সময় যার অর্থ বেশি সেই ধনী। এখন বর্তমান প্রেক্ষাপটে যার তথ্যের সমারহ যার কাছে বেশি, যিনি তথ্যে সমৃদ্ধ তিনি ধনী। নাগরিকদের সেবার বিষয়টিও তথ্যের সাথে সম্পর্কিত। আমরা যদি নাগরিকদের তথ্য সরকারের কাছে থাকে এবং সরকারের সেবা প্রদানকারী দপ্তরে তথ্য নাগরিকদের কাছে থাকে তাহলে আমরা নাগরিক সেবা নিশ্চিত করতে পারবো।

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমদ খাঁন বলেন,’ তথ্য মানুষ জানবে এটা তার আইনগত অধিকার। এই তথ্য জানার মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র গঠন হবে। রাষ্ট্রের উন্নয়ন সংঘটিত হবে। এবং মানুষের মধ্যে দুর্নীতির মাত্রা কমবে। মানুষ সচেতন থাকবে এই প্রচেষ্টায় চমৎকার একটা আয়োজন। মানুষের তথ্য জানার অধিকার নিশ্চিত হবে এই মেলার মাধ্যমে আমি বিশ্বাস করি। আমি আরো বিশ্বাস করি এই মেলার মাধ্যমে তথ্য জানার অধিকারবোধ মানুষের মধ্যে তৈরি হবে এবং সবাই সচেতন থাকবো। মানুষ যাতে তথ্য পায় এবং তথ্যের অবাধ প্রবাহ এবং তথ্যের ক্ষমতার নিশ্চিত হবে।’

সরেজমিনে মেলায় ঘুরে দেখা যায়, মেলায় অংশ নিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, সমাজসেবা, পরিবার-পরিকল্পনা বিভাগ,পাসপোর্ট অফিস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), পল্লী বিদ্যুৎ, কুমিল্লা পৌরসভা, সিটি কর্পোরেশন, কৃষি বিপণন অধিদপ্তর, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, টিআইবি, ঢাকা আহ্‌ছানিয়া মিশন, ব্র্যাক এনজিওসহ সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ৩২ টি প্রতিষ্ঠান।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লেখিত দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, প্রিন্ট ও ইলেকট্রন মিডিয়ার সাংবাদিকসহ দর্শনার্থীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি