শনিবার,৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


ট্রেন পরিষেবা বন্ধ: যাত্রীদের জন্য কুমিল্লা থেকে বিআরটিসি বাস ব্যবস্থা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০২৫

ট্রেন পরিষেবা বন্ধ: যাত্রীদের জন্য ট্রেন পরিষেবা বন্ধ: যাত্রীদের জন্য কুমিল্লা থেকে বিআরটিসি বাস ব্যবস্থা

হাবিবুর রহমান মুন্না:

রানিং স্টাফদের কর্মবিরতিতে দেশের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি লাঘবে ট্রেনের টিকিট ব্যবহার করে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিআরটিসি বাস সেবা চালু করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় কুমিল্লা রেলস্টেশন থেকে সিলেটগামী যাত্রীরা এই সেবা ব্যবহার করে বাসে রওনা হয়েছেন। বিকেল ৩টায় ঢাকাগামী যাত্রীদের নিয়ে বাস ছাড়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন বিআরটিসি কর্মকর্তারা।

তবে অনেক যাত্রী এই সেবার বিষয়ে জানেন না। ফলে তাদের অতিরিক্ত বাস ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। বিআরটিসি কুমিল্লার ম্যানেজার (অপারেশন) মো. মোশারফ হোসেন সিদ্দিকী জানান, যেসব যাত্রী অনলাইনে ট্রেনের টিকিট কেটেছেন, তারা বিনামূল্যে বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন। ইতোমধ্যে কুমিল্লা থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের ১৫ জন যাত্রী ট্রেনের টিকিট ব্যবহার করে বাসে সিলেটে রওনা হয়েছেন।

যাত্রী ফাইজা রহমান বলেন, ট্রেনের টিকিটে বাসে সিলেট যাচ্ছি। তবে সকাল ১০টায় যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও দুই ঘণ্টা দেরি হয়েছে।”আরেক যাত্রী মনিরুল ইসলাম বলেন, যারা টিকিট ফেরত দিতে আসছে তারা বিষয়টি জানতে পারছে। তবে অনেকেই জানে না। যাই হোক, ট্রেন চলাচল শিগগীরি স্বাভাবিক না হলে দুর্ভোগ বাড়বে।

অন্যদিকে, সেবাটি সম্পর্কে অজানা থাকার কারণে বাস না পাওয়া এক যাত্রী আসিফ মান্না বলেন, আমি জানতাম না ট্রেনের টিকিট দিয়ে বাসে যাওয়া যায়। তাই দুইবার টাকা খরচ করতে হয়েছে।

রানিং অ্যালাউন্স যোগ করে মূল বেতনের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে সোমবার রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। এতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ পরিস্থিতিতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, গুরুত্বপূর্ণ রেলপথে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সেবা চালু করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা ট্রেনের টিকিট ব্যবহার করে বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন। একইভাবে ওই স্থানগুলো থেকে ঢাকায়ও আসা যাবে।

কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ মো. আনোয়ার হোসেন বলেন, যেসব যাত্রী টিকিট ফেরত দিতে আসছেন, তারাই সেবাটি সম্পর্কে জানতে পারছেন। যাদের কাছে ট্রেনের টিকিট রয়েছে, তারা চাইলে বাসের সেবাটি ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

বিআরটিসি ম্যানেজার মোশারফ হোসেন জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সেবা চালু থাকবে। রেলওয়ে কর্তৃপক্ষ যেখানেই চাইবেন, আমরা বাস সরবরাহ করতে প্রস্তুত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি