প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালিকা গ্রুপে দেবিদ্বার চ্যাম্পিয়ন
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বালক গ্রুপের ফাইনালে বালিকা গ্রুপে বি-পাড়া উপজেলাকে ২-০ গোলে হারিয়ে দেবিদ্বার উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় দেবিদ্বার উপজেলার পক্ষে গোল দুটি করেন তানিয়া ও সুমাইয়া। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বি পাড়া উপজেলার নাহিদা।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল খেলা শুরু হয়। বিকেলে ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ কুমার বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক হোসেন, কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী মামুন প্রমুখ।
২৯ জানুয়ারি এ প্রতিযোগিতা শুরু হয়। এ টুর্ণামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।