শনিবার,৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০২৫

কুমিল্লায় বিএনপিরকুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে বিএনপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সেলিম ভূঁইয়া (৫৫) নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজার এলাকায় এই সহিংস ঘটনা ঘটে। নিহত মো. সেলিম ভূঁইয়া ছিলেন হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তিনি একই ইউনিয়নের হেসাখাল গ্রামের আবদুল খালেকের ছেলে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি