কুমিল্লা সদরের জগন্নাথপুর এলাকায় গভীর রাতে অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ও মাদকসহ আরিফ হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ১০ মিনিটে গোমতী আইল এলাকায় অভিযুক্তের দোকান ও বসতঘরের বিভিন্ন স্থানে তল্লাশি করে একটি পাইপগান, দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, এক বোতল কিং ফিসার বিয়ার, একটি গাঁজার প্যাকেট এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে ।
আটক হওয়া আরিফ হোসেন সদর উপজেলা পাথুরিয়া পাড়া এলাকার জয়নাল আবদীনের ছেলে।
অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।