শুক্রবার,১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ফ্রান্সের সহ-অধিনায়ক গ্রিজম্যানের আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা


ফ্রান্সের সহ-অধিনায়ক গ্রিজম্যানের আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০২৪

গ্রিজম্যানের আন্তর্জাতিকফ্রান্সের সহ-অধিনায়ক গ্রিজম্যানের আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার আঁতোয়ান গ্রিজমান। তিনি ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন এবং ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালেও অংশগ্রহণ করেছেন।

সোমবার সকালে ফ্রান্সের জার্সিতে ১০ বছরের দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি টানার ঘোষণা দেন গ্রিজমান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লেখেন, ‘স্মৃতিভরা হৃদয় নিয়ে আমি জীবনের এই অধ্যায়ের সমাপ্তি ঘটাতে যাচ্ছি।’

গ্রিজমান ফ্রান্সের হয়ে ১৩৭টি ম্যাচ খেলে ৪৪টি গোল করেছেন। ২০১৪ সালে জাতীয় দলে তার অভিষেক হয়। পেশাদার ক্যারিয়ার শুরু করেন ২০০৯ সালে রিয়াল সোসিয়েদাদের হয়ে। এরপর তিনি লা লিগার দুই বড় ক্লাব, অ্যাতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনাতেও খেলেছেন।

গতরাতে নিজের ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নেমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেন গ্রিজমান। লা লিগায় এটি ছিল তার ৫০০তম ম্যাচ। এই ৫০০ ম্যাচের মধ্যে রিয়াল সোসিয়েদাদের হয়ে তিনি খেলেছেন ১৪১টি, বার্সেলোনার হয়ে ৪১টি এবং অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে দুই দফায় ২৮৫টি ম্যাচ।

মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে অ্যাতলেতিকো পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত যোগ করা পঞ্চম মিনিটে আনহেল কোরেয়ার বদলি হিসেবে নামা গোলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি