শনিবার,২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


যতদিনই নির্বাচন হোক, বিএনপি ক্ষমতায় আসবেই: আব্দুস সালাম


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০২৪

বিএনপি ক্ষমতায়যতদিনই নির্বাচন হোক, বিএনপি ক্ষমতায় আসবেই: আব্দুস সালাম

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন যাই হোক না কেন, বিএনপি ক্ষমতায় আসবে। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বক্তব্য হচ্ছে, বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু আসল সত্য হলো, বিএনপি ক্ষমতার জন্য পাগল নয়। বিএনপি চাইলে ৫ আগস্টের সকল আন্দোলনকারী দলকে একত্রিত করে জাতীয় সরকার গঠন করতে পারতো, কিন্তু তারা তা করেনি। বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না।

আব্দুস সালাম আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া সব দল নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ আওয়ামী লীগ ভারতের দল। গত ১৫ বছর ধরে ভারত ঠিক করে দিয়েছে, এ দেশে কিভাবে নির্বাচন হবে। এখনো তারা আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার জন্য ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার দায়িত্ব বিএনপির নয়। বিচারের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে।

কাউন্সিলে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি