সোমবার,১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১০.২০২৫


ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পানিতে ডুবে আবারও দুই ভাই-বোন নিহত হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত ওই দুই ভাই-বোন হলো- ওই গ্রামের মো. সাদ্দাম হোসেনের ছেলে মো. শরীফ (৬) ও মেয়ে শিফা (৮)।

এলাকাবাসী জানান, আজ রবিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে নোয়াগ্রামের সাদ্দামের ছেলে শরীফ খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

এ সময় শরীফের বড় বোন শিফা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু এক পর্যায়ে ভাইবোন দুজনেই পানির স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে লোকজন তাদের উদ্ধার করে দ্রুত নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যায়। সেখানে ফার্মেসির কর্তব্যরত লোকজন দুটি শিশুকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় সাংবাদিক মো. হোসাইন জানান, ভাই-বোনের এ মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, ‘সংবাদটি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ সেখান থেকে ফিরলে, বিস্তারিত জানানো যাবে।’

এর আগে ২৬ সেপ্টেম্বর নবীনগর বড় বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিনের ছেলে আরিয়ান (৬) ও মেয়ে তানিশা (৮) বগডহর গ্রামে একইভাবে পানিতে ডুবে মারা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি