ডেস্ক রিপোর্টঃ
দেশের বিভিন্ন জেলায় আগামী ৩ দিন মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. বজলুর রশিদ জানান, রবিবার থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী ৩ দিন এমন আবহাওয়া অব্যাহত থাকবে। তবে খুব প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঢাকা ছাড়া অন্যান্য স্থানে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।