ডেস্ক রিপোর্টঃ
বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন। এতে করে গতকাল শনিবার সেন্টমার্টিনে ভ্রমণে আসা অন্তত এক হাজার পর্যটক ফিরতে পারবেন না। তাদের আরও এক দিন দ্বীপে থাকতে হবে।
আজ রোববার দুপুরে জাহাজ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজামান।
ইউএনও বলেন, ‘বৈরী আবহাওয়ার ফলে সমুদ্র উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনে যেতে দেওয়া হয়নি। যেসব পর্যটক টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
ইউএনও আরও বলেন, ‘ভ্রমণে আসা দ্বীপে অবস্থানকারী পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সৈকতে পর্যটকদের না নামতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।’
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ভোর থেকে টেকনাফে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয় এবং আকাশ মেঘলা হয়ে আছে। এ কারণে জাহাজ চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। দুর্ঘটরা এড়াতে দ্বীপে আটকা পড়া পর্যটকদের সৈকতে নামানোর বিষয়ে মাইকিং করে সর্তক করা হচ্ছে।