ডেস্ক রিপোর্ট:
ব্যাংকের ওপর মানুষের আস্থা চলে যাচ্ছে। ব্যাংকিং সিস্টেমের পরিবর্তন না হলে, ক্ষমতাধরদের ব্যাংক থেকে টাকা নিয়ে চলে যাবার প্রবণতা ঠেকানো যাবে না। রাজধানীতের এক অনুষ্ঠানে এ সব বলেন ব্যাংক বিশ্লেষকরা।
শনিবার ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স-বিআইআইএফ’ নামে একটি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করে। মতিঝিলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, শিল্পঋণ শুধু ব্যাংক থেকে নেয়া হলে ব্যাংকিং খাতের ওপর চাপ পড়ে। এমনটি পৃথিবীর উন্নত দেশগুলোতে হয় না, তারা শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ নেয়। তাই দেশের শেয়ারবাজারকে সে পর্যায়ে নিয়ে যেতে হবে।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ইসলামি ব্যাংকগুলো পুরোপুরি আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে পরিচালিত হচ্ছে না। যদিও ইসলামি ব্যাংকিং সিস্টেম ভালো বলেই অমুসলিম দেশগুলোতে এর প্রসার ঘটছে।