বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » Uncategorized » ট্রলারডুবি: নিখোঁজের তিন দিন পর জেলের মরদেহ উদ্ধার


ট্রলারডুবি: নিখোঁজের তিন দিন পর জেলের মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবে যাওয়ার তিন দিন পর নিখোঁজ আব্দুর রহমানের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে স্থানীয় জেলেরা হাতিয়ার এম আলী লাল চরের কাছে বঙ্গোপসাগর থেকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করেন। পরে ট্রলারের কেবিনে আব্দুর রহমানের মরদেহ পাওয়া যায়। তিনি ট্রলারে মাছ ধরার পাশাপাশি রান্নার কাজ করতেন।

এর আগে গত বৃহস্পতিবার সকালে নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে এমভি ফাতেমা-১ নামে একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। এতে ট্রলারে থাকা ২০ জেলে জীবিত উদ্ধার হলেও আব্দুর রহমান নিখোঁজ ছিলেন। নিহত আব্দুর রহমান উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল গ্রামের আব্দুল হালিমের ছেলে।

ডুবে যাওয়া ট্রলারের মালিক মোজাম্মেল হোসেন জানান, ডুবে যাওয়ার পর থেকে ট্রলারটি উদ্ধার করার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে আসছিলেন তারা। স্থানীয় জেলেদের সহযোগিতায় রোববার সকালে ট্রলারটি টেনে তীরে আনা হয়। পরে ট্রলারের কেবিন থেকে নিখোঁজ আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, গত তিনদিন আগে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার ও নিখোঁজ আব্দুর রহমানের সন্ধানে স্থানীয় জেলেরা চেষ্টা করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পায়নি।

এদিকে নিহত আব্দুর রহমানের মরদেহ তার নিজ বাড়িতে নেওয়া হলে সেখানে মানুষ ভিড় করে। সকাল ১১ টায় স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনের উপস্থিতিতে জানাজা শেষে আব্দুর রহমানের দাফন সম্পন্ন হয়।

বুড়িরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, নিহত আব্দুর রহমান তার পরিবারের একমাত্র উপার্জনশীল ছিলেন। তার পরিবারকে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি