হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার উদ্যোগে বিশ্ব হার্ট দিবস উদযাপন
হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার উদ্যোগে বিশ্ব হার্ট দিবস উদযাপন করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উপলক্ষে “হৃদয় দিয়ে কর্মদ্যোগ গ্রহণ করুন”- এই শ্লোগান নিয়ে নগরীতে একটি বর্নাঢ্য রিক্সা মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ এর স্বাগত বক্তব্যের পর টাউন হল মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার।
বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ পরিচালক জেড, এম মিজানুর রহমান খান ও ডেপুটি সিভিল সার্জন ডা. সারওয়ার আলম। হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীশ ঘোষ হৃদরোগ প্রতিরোধে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বানসহ ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরনের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। জেলা প্রশাসক এই ৭ দফা দাবির সাথে পূর্ণ একাত্মতা ঘোষনা করেন এবং এর মাধ্যমে আগামী প্রজন্মকে হৃদরোগে ঝুঁকি মুক্ত বাংলাদেশ উপহার দেয়া অনেকাংশে সম্ভব বলে মত প্রকাশ করেন।
৭ দফা দাবির উল্লেখযোগ্য দাবি হলো খাদ্যসামগ্রী বিপণনে হৃদরোগের ঝুঁকির সতর্কীকরণ বার্তাসহ স্টিকার লাগাতে হবে, রাজপথে ফুটপাথের সাইকেল লেইন, ফিটনেস বিহীন গাড়ী চলাচল নিষিদ্ধ, সবুজ পার্ক ও বনায়ন, নকল ও ভেজালমুক্ত ওষুধ ও খাদ্য নিশ্চিত করা, আলাদা প্রিভেন্টিভ কার্ডিওলোজি ডিপার্টমেন্ট ও ইনস্টিটিউট স্থাপন ও রাষ্ট্রীয় ভাবে ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালন করা।
অনুষ্ঠানে ২৭ সেপ্টেম্বরও রোগী বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, মহাসচিব ডা. গোলাম শাহজাহান, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ইনার হুইল ক্লাব অব কুমিল্লা’র ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ডা. মল্লিকা বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ, বৃহত্তর ময়মনসিংহ কল্যান সমিতির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান আসনসহ অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ, রোটারি ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের এবং রোটারি ক্লাব অব কুমিল্লার নেতৃবৃন্দ, মডার্ন স্কুল, ওয়াই ডব্লিউ সিএ স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।