কুমিল্লায় পরিবেশ রক্ষায় ৩ সংগঠনের তরুণদের ময়লার ভাগাড়ে মানববন্ধন
কুমিল্লায় পরিবেশ রক্ষা, বায়ু দূষণ প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক মানববন্ধন করেছে কুমিল্লার তিনটি যুব সংগঠনের সদস্যরা।
সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে “Turn the pollution into solution” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী এলাকার ময়লার ভাগাড় ও কোটবাড়ি এলাকায় এই মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের কুমিল্লা জেলার সমন্বয়কারী মোহাম্মদ আল আমিন বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশে বেড়েই চলছে। পরিবেশ দূষণ বৃদ্ধির ফলে ওজোন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে। তাই কুমিল্লা মহাসড়কে ময়লার ভাগাড়মুক্ত করতে আমাদের আজকের জলবায়ু আন্দোলন।”
ময়নামতি কারিগরি স্কুল এন্ড কলেজের উপদেষ্টা মো. আমিনুর রহমান বলেন, বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কুমিল্লা মহাসড়ক ও কোটবাড়ি এলাকা ময়লার ভাগাড়মুক্ত করতে কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ-কুমিল্লা জেলার এইচআরও জেরিন আফরোজ বলেন, কুমিল্লা মহাসড়কের পাশে ময়লা আর্বজনার কারণে একদিকে যেমন বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, অন্যদিকে সড়ক মহাসড়ক দিয়ে চলাচলরত যানবাহন ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হতে মুক্ত ও নিয়ন্ত্রণের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কর্তৃপক্ষকে অনুরোধ করবো।
এ সময় ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ এর মিনিস্ট্রি রিপ্রেজেনটেটিভ তাহসিনুল ইসলাম সাব্বির বলেন, “একমাত্র সচেতনতাই প্রতিরোধ গড়তে পারে প্লাস্টিক ব্যবহার। যতক্ষণ পর্যন্ত আমরা প্লাস্টিক ব্যবহারে সচেতন হবো না, ততক্ষণ পর্যন্ত আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারবো না। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চান্দিনা, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়লার ভাগাড় অপসারণের জন্য সিটি কর্পোরেশন এবং অন্যান্য কর্তৃপক্ষের কাছে দাবী জানান।
মানববন্ধনে যৌথভাবে অংশ নেওয়া তিনটি সংগঠন হলো ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলা এবং ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ।