শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় মোবাইল কোর্ট অভিযান: লাইসেন্স ছাড়া খাদ্য উৎপাদনে দুই প্রতিষ্ঠানকে ৩৩,০০০ টাকা জরিমানা


কুমিল্লায় মোবাইল কোর্ট অভিযান: লাইসেন্স ছাড়া খাদ্য উৎপাদনে দুই প্রতিষ্ঠানকে ৩৩,০০০ টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০২৪

কুমিল্লায় মোবাইল কোর্ট অভিযানকুমিল্লায় মোবাইল কোর্ট অভিযান: লাইসেন্স ছাড়া খাদ্য উৎপাদনে দুই প্রতিষ্ঠানকে ৩৩,০০০ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় জেলা প্রশাসন, কুমিল্লা এবং বিএসটিআই জেলা অফিসের সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে, উপজেলার ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত বিভিন্ন খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে জরিমানা করা হয়।

মোবাইল কোর্টের অভিযানে ক্যান্টনমেন্ট নিশ্চিন্তপুরে মেসার্স মাতৃভান্ডার সুইটস (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠানটির ব্র‍্যান্ড এর নাম শাহজালাল হলেও মাতৃভান্ডার নামে সুইটমিট(মিষ্টি) ও ফার্মেন্টেড মিল্ক পণ্য উৎপাদন ও বিক্রয় বিতরণ করতে দেখা যায় এবং বিএসটিআই-এর লাইসেন্স ছাড়াই পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগ পাওয়া যায়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য তৈরি করায় বিএসটিআই আইন ২০১৮ এর ২৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে “মেসার্স হক সুইটস”, প্রতিষ্ঠানটি রসমালাই এবং ফার্মেন্টেড মিল্ক পণ্য মোড়কজাত করার জন্য নিবন্ধন সনদ না থাকা সত্ত্বেও পণ্য উৎপাদন ও বিক্রি করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’-এর ৪১ ধারায় ৮,০০০ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা উভয় প্রতিষ্ঠানকে মানসম্মত উৎপাদন পরিবেশ নিশ্চিত করে বিএসটিআই-এর অনুমোদনপত্র গ্রহণ করে পণ্য উৎপাদনের নির্দেশ দেন।

মোবাইল কোর্টের অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের ফিল্ড অফিসার ইকবাল আহমদ, কাজী মোঃ শাহান, এবং পরিদর্শক (মেট্রলজি) আরিফ উদ্দিন প্রিয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি