মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


আবারও প্রেমে পড়েছেন পরীমনি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০২৪

আবারও প্রেমে পড়েছেনআবারও প্রেমে পড়েছেন পরীমনি

ডেস্ক রিপোর্ট:

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি আবারও প্রেমে পড়েছেন বলে নিজেই জানিয়েছেন। সোমবার ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, “হ্যাঁ, আমি আবারো প্রেমে পড়েছি।” উক্তির সঙ্গে লাভ এবং বাটারফ্লাই ইমোজি যোগ করেন, যা দেখে ধারণা করা হচ্ছে, তিনি নতুন এক সম্পর্কের দিকে এগোচ্ছেন।

এটি পরীমনির ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায়। এর আগেও তিনি প্রেম, বিয়ে এবং বিচ্ছেদের কারণে বারবার সংবাদের শিরোনামে এসেছেন। সম্প্রতি, শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন তিনি। এখন নতুন প্রেমের খবরে আবারও আলোচনায় চলে এসেছেন।

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে কারও হাতের ওপর নিজের হাত রেখেছেন পরীমনি। তবে ভিডিওতে তার পাশের পুরুষটির চেহারা প্রকাশ করেননি।

ভিডিওটি শেয়ার করার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে এই খবরে আনন্দ প্রকাশ করলেও নেতিবাচক মন্তব্যেরও ভিড় লেগেছে পরীমনির পোস্টে। কারণ, এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নতুন কোনো সম্পর্কে জড়ানোর পরিকল্পনা তার নেই। দাম্পত্য জীবনে পাওয়া কষ্ট ও খারাপ অভিজ্ঞতার কারণে আর সম্পর্কের পথে পা বাড়াতে চান না।

ডিভোর্সের পর তিনি বারবার বলেছেন, তার ছেলে-মেয়েই তার জীবন, তাদের সঙ্গেই তিনি সুখী। তবে বছর না পেরোতেই নতুন সম্পর্কে জড়ানোর বিষয়টি ভক্তদের একাংশকে অবাক করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি