মঙ্গলবার,১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০২৪

বিয়ে করলেন চিত্রনায়িকা বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া

ডেস্ক রিপোর্ট:

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাবরিনা সুলতানা কেয়া বিয়ে করেছেন। গেল বৃহস্পতিবার দুই পরিবারের উপস্থিতিতে তিনি বিয়ের পিড়িতে বসেন।

বিয়ের সুখবরটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে কেয়া লিখেছেন, “আলহামদুলিল্লাহ, বিয়ে করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

জানা গেছে, কেয়ার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া, পেশায় তিনি একজন ব্যবসায়ী। মোস্তাক কিবরিয়া চিত্রনায়িকা পূর্ণিমার প্রথম স্বামী ছিলেন। ২০০৫ সালে পূর্ণিমা-কিবরিয়া দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন, তবে দুই বছরের মধ্যে তাদের বিচ্ছেদ ঘটে।

নায়িকা কেয়া গণমাধ্যমে জানান, তার বিয়েটি একটি পারিবারিক আয়োজন ছিল এবং হঠাৎ করেই এটি সম্পন্ন হয়েছে। মা ও বোনের অসুস্থতার কারণে ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন করা হয়। তবে পরবর্তীতে বড় ধরনের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে তার।

কেরিয়ারের শুরুটা ছিল ১৪ বছর বয়সে ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি প্রায় দুই ডজন সিনেমায় অভিনয় করেন, যেখানে মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস এবং শাকিব খানের মতো জনপ্রিয় নায়কদের সঙ্গে কাজ করেন।

ক্যারিয়ার যখন শীর্ষে ছিল, ঠিক তখনই তিনি সিনেমা থেকে নিজেকে আড়াল করে নেন। তবে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ সিনেমার মাধ্যমে আবারো পর্দায় ফিরে আসেন। বর্তমানে তার কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি