সোমবার,১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী ইমাম আর নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

প্রখ্যাত শিশুসাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম আর নেই। আজ সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন আলী ইমামের ছেলে ডা. তানভীর ইমাম। তিনি বলেন, আলী ইমামের মৃদু স্ট্রোক, নিম্ন-রক্তচাপ, শ্বাসযন্ত্রে সমস্যার সঙ্গে নিউমোনিয়াসহ শরীরের নানা জটিলতা ছিল। ১০ দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ তিনি মৃত্যুবরণ করেন।

১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন আলী ইমাম। প্রায় ৬ শতাধিক বই লিখেছেন তিনি। তিনি একাধিক স্যাটেলাইট টিভি চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ টেলিভিশন (২০০৪-২০০৬) ও অধুনালুপ্ত চ্যানেল ওয়ানের (২০০৭-২০০৮) মহাব্যবস্থাপক ছিলেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০১) এবং শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার (২০১২) ছাড়াও অনেক পুরস্কার লাভ করেছেন আলী ইমাম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি