বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৩ জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০২৪


স্টাফ রিপোর্টার:

কুমিল্লা চান্দিনায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা গেছেন। দুর্ঘটনায় আরও একজন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে কুমিল্লার দিকে যাওয়া একটি যাত্রীবাহী মাইক্রোবাস মাধাইয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন যাত্রী প্রাণ হারান।

এই ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান, এবং নিহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশনের সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটিতে লাইফ ট্রাস্ট ইন্সুরেন্স কোম্পানির স্টিকার ও লোগো ছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি