বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


ইনানী সৈকতে আরও দুই জনের লাশ শনাক্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০২৪

 

ইনানী সৈকতেইনানী সৈকতে আরও দুই জনের লাশ শনাক্ত

ডেস্ক রিপোর্ট:

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়া ‘এসবি আব্দুল ছামাদ সাহা’ নামের ট্রলার ডুবে যাওয়ার ঘটনার পর কক্সবাজারের ইনানী সৈকতে আরও দুইজনের মরদেহ ভেসে এসেছে। আজ শনিবার দুপুর ২ টার দিকে ইনানী সৈকতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে একজন মোহাম্মদ আব্দুল করিম (৩৫), যিনি চট্টগ্রামের বাঁশখালী রায়পুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর আলম বলেন, “দুপুর ১ টার দিকে স্থানীয়রা ভেসে আসা মরদেহ দুটি দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেন। জানা যায়, নিহতরা শুক্রবার সাগরে ডুবে যাওয়া ট্রলারের জেলে।”

ডুবে যাওয়া ট্রলারের মালিক আবুল বশর জানান, তার মালিকানাধীন ‘এসবি আব্দুল ছামাদ সাহা’ নামের মাছ ধরার ট্রলারটি শুক্রবার ১১ জন মাঝি-মাল্লা নিয়ে ইনানী পয়েন্টে ডুবে যায়। এই ঘটনার পর ৯ জন জেলেকে উদ্ধার করা হলেও ২ জন নিখোঁজ ছিল। আজ দুপুর ২টার দিকে রেজাউলসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

ইনানী পুলিশ ফাঁড়ির আইসি রেজাউল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মরদেহ দুটি সৈকতে ভেসে আসার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে আসি। মরদেহ দুটি উদ্ধারের চেষ্টা চলছে।”

এর আগে আজ সকালে এবং গতকাল শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে আরও দুটি মরদেহ ভেসে আসে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি