নোয়াখালীর হাতিয়ায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে শিশুর মৃত্যু
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে আরমান হোসেন নাঈম নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামে এই দুঃখজনক ঘটনা ঘটে।
নিহত আরমান বুড়িরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেনের সন্তান।
আরমানের চাচা আহসান হাবিব বলেন, “ছেলেটা খুবই প্রাণবন্ত ছিল। সকালে হাঁটতে বের হলে সে হারিয়ে যায়। অনেক খোঁজার পর জমে থাকা বৃষ্টির পানিতে তাকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
শোকাহত বাবা আমির হোসেন বলেন, “আমার ছেলে আমাদের ছেড়ে চলে গেছে, আমরা কিছুই করতে পারিনি। আমরা আজ তাকে শেষ বিদায় জানিয়ে এলাম। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।”
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিসান আহমেদ জানান, এ বিষয়ে আমাদের কাছে কেউ কোনো তথ্য দেয়নি। আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। বৈরী আবহাওয়ায় সবাইকে আরও সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।