সালাউদ্দিন বাফুফে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এলেন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে লড়বেন না কাজী সালাউদ্দিন। কিছুদিন আগেও তিনি নির্বাচন করবেন বলে জানিয়েছিলেন, তবে এখন ব্যক্তিগত এবং পারিবারিক কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে আসছেন।
আজ শনিবার এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন তার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “২৬ অক্টোবর নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, যা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি।”
সালাউদ্দিনের পদত্যাগ বা নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়টি নিয়ে সাবেক ফুটবলার এবং বিভিন্ন শ্রেণীর আন্দোলনকারীরা প্রতিবাদ জানিয়ে আসছিলেন। সালাউদ্দিন টানা চারবার বাফুফে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি, বাংলাদেশ ফুটবল সমর্থকদের সংগঠন ‘আল্ট্রাস’ সালাউদ্দিনের পদত্যাগের দাবি করেছে।
এখনও সালাউদ্দিন তার এই সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি। মাসখানেক আগে তিনি পুনরায় নির্বাচন করার ব্যাপারে দৃঢ় অবস্থানে ছিলেন, কিন্তু হঠাৎ করে সরে আসার কারণ সম্পর্কে প্রশ্ন উঠলেও তিনি কোনো উত্তর দেননি।
এদিকে, ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনের তারিখ পেছানোর দাবি করা হয়েছিল। বাফুফে ফিফাকে একটি চিঠি লিখলেও বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা তাদের আবেদন নাকচ করেছে। ফিফা এক চিঠির মাধ্যমে জানিয়েছে, নির্বাচনের তারিখ একদিনও পেছানো যাবে না। ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হলে কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকতা শুরু হবে। সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ না করলেই হবে। সালাউদ্দিন আগেভাগে এই ঘোষণা দেওয়ার কারণ হিসেবে বলেছেন, “কোনো কনফিউশন যেন না হয়, এজন্য আগেভাগে ঘোষণা করেছি।”