বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিল, আর্জেন্টিনার বিদায়
কলম্বিয়ায় চলছে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের ১১তম আসর। যেখানে শেষ ষোলোর ম্যাচে ক্যামেরুনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী দল।
গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিলের মেয়েরা।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ব্রাজিল। তবে তারা দ্রুতই ঘুরে দাঁড়ায়। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে ব্রাজিলের মেয়েরা। বিরতিতে দুই দল ১-১ সমতা নিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও নির্ধারিত সময়ে আর কেউ গোল করতে পারেনি। ফলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ে ব্রাজিল আরো দুইটি গোল করে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
ব্রাজিলের জয়ের দিনে বিদায় নিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। গতকাল কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে জার্মানি অনূর্ধ্ব-২০ নারী দলের কাছে ৫-১ ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ নারী দল।
জার্মানির হয়ে নাচতিগাল দুটি গোল করেন, আর জানজিন, ব্যান্ডের এবং জিকাই একটি করে গোল করেন। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন লোম্বারডি ল্যারের।
কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই আগামী সোমবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।