বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


দুই সপ্তাহে দেশে এসেছে ১৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০২৪

দুই সপ্তাহে

দুই সপ্তাহে দেশে এসেছে ১৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স

ডেস্ক রিপোর্ট:

রেমিট্যান্স প্রবাহে গত আগস্টের ধারাবাহিকতা চলতি সেপ্টেম্বরেও বজায় রয়েছে। এমনকি গত মাসের তুলনায় এ মাসে রেমিট্যান্স আরও বাড়তে পারে। চলতি মাসের প্রথম দুই সপ্তাহে (১৪ দিনে) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসেবে) ১৪ হাজার ৬ কোটি টাকারও বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা ১১৬ কোটি ৭২ লাখ ডলার বা ১৪ হাজার ৬ কোটি টাকার বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতিদিন গড়ে ৮ কোটি ৩৪ লাখ ডলার করে আসছে। এই ধারাবাহিকতা থাকলে চলতি মাসে মোট রেমিট্যান্সের পরিমাণ আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

অন্যদিকে, সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে কোনো রেমিট্যান্স পায়নি এমন ১০টি ব্যাংক রয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক এবং বিদেশি ব্যাংকগুলোর মধ্যে ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, এবং উরি ব্যাংক উল্লেখযোগ্য।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিট্যান্স আসার ধারা ভালো আছে। এই গতি অব্যাহত থাকলে মাসের শেষে আড়াই বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসার সম্ভাবনা রয়েছে। বৈধপথে ডলারের উচ্চমূল্য ও প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ফলে হুন্ডি এড়িয়ে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ছে।

বাংলাদেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২০ সালের জুলাইয়ে, যা ছিল ২৬০ কোটি ডলার। বছরের হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ২০২০-২১ অর্থবছরে, যার পরিমাণ ছিল ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। এ বছরের জুন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫৪ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ হাজার ৭১৮ কোটি টাকা, এবং এটি দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

অন্যদিকে, সদ্য বিদায়ী আগস্ট মাসে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ডলার, যা আগের বছরের আগস্টের তুলনায় ৬২ কোটি ডলার বেশি। ২০২৩ সালের আগস্ট মাসে মোট রেমিট্যান্স ছিল ১৬০ কোটি ডলার।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। এছাড়া জুন মাসে ২৫৪ কোটি, মে মাসে ২২৫ কোটি, এপ্রিলে ২০৪ কোটি, মার্চে ১৯৯ কোটি, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি, এবং জানুয়ারিতে ২১১ কোটি ডলারের রেমিট্যান্স দেশে এসেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি