বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে পাশে থাকবে যুক্তরাষ্ট্র


বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে পাশে থাকবে যুক্তরাষ্ট্র


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০২৪

বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নেবাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে পাশে থাকবে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে পাশে থাকবে। এ লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে ওয়াশিংটন।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এবং অনুদান চুক্তিতে স্বাক্ষর করার পর ইউএসএআইডির সহকারী প্রশাসক অঞ্জলি কাউড এই তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য ২০০ মিলিয়ন ডলার বাড়তি সহায়তা দেওয়া হচ্ছে। নতুনভাবে করা এই চুক্তির মাধ্যমে সুশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন খাতে সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, ইউএসএআইডি আগের অর্থায়নের অতিরিক্ত হিসেবে এই ২০০ মিলিয়ন ডলার প্রদান করবে। পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং পরে বিস্তারিত ব্রিফিং করা হবে।

আলোচনার পর অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব সালাহউদ্দিন এবং ইউএসএআইডির মিশন ডিরেক্টর রিড জে স্কেলিম্যান।

ইআরডি থেকে জানানো হয়, ১৯৭২ সাল থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে। ১৯৭৪ সালে স্বাক্ষরিত ‘অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সম্পর্কিত সহায়তা’ শীর্ষক একটি চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত গণতন্ত্র, শাসন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা, এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মতো খাতে ৪ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অবদান রেখেছে।

২০২১ সালের ২৭ সেপ্টেম্বর, ২০২১-২৭ সালের জন্য বাংলাদেশ সরকার ও ইউএসএআইডির মধ্যে একটি নতুন সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর অধীনে যুক্তরাষ্ট্র ৯৫৪ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি