বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিসিবি সভাপতির উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন তামিম ইকবাল


বিসিবি সভাপতির উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন তামিম ইকবাল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০২৪

বিসিবি সভাপতিরবিসিবি সভাপতির উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক:

আজ দুপুরে বাংলাদেশ জাতীয় দল ভারত সফরের উদ্দেশ্যে রওনা হয়েছে। তাদের চেন্নাই পৌঁছে যাওয়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। ভারত সফরের মূল লক্ষ্য হচ্ছে রোহিত শর্মার দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা। প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে। ক্রিকেট অনুরাগীরা অধীর আগ্রহে সেই সিরিজের অপেক্ষায় রয়েছে।

তবে এই সিরিজের পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে ক্রিকেট অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। সবাই জানতে চাচ্ছেন, তামিম ইকবালের ভবিষ্যৎ কী হবে? দেশের সেরা ওপেনার কি আবার জাতীয় দলে ফিরবেন? যদি ফেরেন, তাহলে কোন ফরম্যাটে ফিরবেন? টেস্ট বা ওয়ানডে—কোনোটিতে দেখা যাবে তাকে?

তামিম ইকবালকে নিয়ে গুঞ্জন রয়েছে যে, তিনি খেলোয়াড়ি জীবন শেষ করতে যাচ্ছেন এবং পরবর্তীতে ক্রিকেট ব্যবস্থাপনায় জড়িয়ে পড়তে পারেন। এমনও শোনা যাচ্ছে, পদত্যাগ করা পরিচালক কাম গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের জায়গায় তামিমকে দেখা যেতে পারে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “আমি চাই তামিম অন্তত আরও দুই বছর জাতীয় দলের হয়ে খেলুক।” তবে, টেস্টে তার ফিরতে পারার সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেছেন ফারুক, কারণ পাঁচ দিনের খেলার জন্য শারীরিক ধকলের কথা উল্লেখ করেছেন। তিনি আরও জানিয়েছেন, যদি তামিম খেলা ছাড়তে চান, তাহলে তাকে বোর্ডে স্বাগত জানানো হবে।

ফারুক আহমেদ আরো বলেন, তামিমের মতো বুদ্ধিমান একজন খেলোয়াড় বোর্ডে আসলে ক্রিকেটের উন্নয়ন হবে। সম্প্রতি, তামিমকেও বিসিবি সভাপতির সঙ্গে দেখা গেছে, যা ক্রিকেট পাড়ায় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তামিম কি আসলে বোর্ড পরিচালকের ভূমিকা নিতে যাচ্ছেন?

এছাড়া, তামিম বোর্ড উপদেষ্টার পদে দেখা যেতে পারে। উপদেষ্টা হওয়ার জন্য কাউন্সিলর হওয়ার প্রয়োজন হয় না, তাই তামিম সরাসরি এই পদে আসতে পারেন। তামিমের ক্রিকেট জ্ঞান এবং বুদ্ধিমত্তার কারণে তাকে বোর্ডের উপদেষ্টা হিসেবে দেখতে পাওয়া অস্বাভাবিক কিছু নয়।

তামিমের ভবিষ্যৎ নিয়ে এত আলোচনা চললেও, এখনও তিনি আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়ি জীবন শেষ করার ঘোষণা দেননি। বোর্ড পরিচালক বা উপদেষ্টা হিসেবে তার ভবিষ্যৎ কী হবে, তা সময়ই বলে দেবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি