কুমিল্লায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে পালিত হয়েছে বিশাল জশনে জুলুছ
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে সারাদেশে নানা আয়োজন করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। প্রতি বছরের মতো এবারও কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে নগরীতে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।
জুলুসের পতাকা, ব্যানার, পোস্টারসহ হাজার হাজার মানুষের অংশগ্রহণ, হামদ-নাত আর দরুদে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিশু কিশোরসহ নানা বয়সী মানুষের অংশগ্রহণে একাকার হয়ে পড়ে নগরীর রাজপথ। রবিবার (১৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব কুমিল্লা নগরীর টাউন হল থেকে একটি বিশাল জশনে জুলুশ বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে মিলাদ কিয়াম ও দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এর আগে টাউন হলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা করেন কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সহ সভাপতি আলহাজ্ব মাইনুল হাসান লেহিন, আহলে সুন্নত ওয়াল জামাতের উপদেষ্টা ও অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান, কুমিল্লা জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি গাজী এম এ ওয়াহিদ সাবুরী, কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ মতিন, জুলুস সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ, প্রচার সম্পাদক মানিক মিয়া খন্দকার, শাহ মোহাম্মদ ইউনুস গাফফারী বখসি, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ।
এ সময় মাওলানা আবদুল মান্নান, আমিনুল ইসলাম, শাহাজাদা ইয়াসির আহাম্মেদ সুবহানী গাজীপুরী, ইয়াসিন নুরী, আলহাজ্ব শরিফুল ইসলাম শাহাপুরী, শাহাজাদা তাসাউফ শাহ আশরাফী, ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন, শাহাজাদা জিল্লুর রহমান, সাদেকুর রহমান খান, সাতমুরা দরবার শরীফের গর্দিনশীল পীর এডভোকেট আবদুল কাইয়ুম চিশতী, এনামুল কবির, মাহাবুব আলম সেলিম, আবদুল কুদ্দুস, মোহাম্মদ রায়হান খান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।